গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ২২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, একই সময়ে নতুন করে পজিটিভ হয়েছেন ৫৭৫ জন। সোমবার সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি ও বরগুনায় একজন করে এবং শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি আরো বলেন, বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, একই সময়ে করোনার উপসর্গ নিয়ে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিনে বিভাগে গত ১০ জুলাই সর্বোচ্চ সংখ্যক রোগী মৃত্যু রেকর্ড ছিল ১৫ জনের।
স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরচিালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় এক হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৭৫ জন পজিটিভ হয়েছে।