Top

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে

১৪ জুলাই, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর শ্রম ভবনে ঈদের বেতন-বোনাস ও ছুটি নিয়ে আরএমজি বিষয়ক পরামর্শ পরিষদের দশম সভায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, মালিকদের ঈদুল আজহার আগেই কারখানার শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এছাড়া বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হলে আইনের আশ্রয় নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ৩৫ বছরের ঊর্ধ্বদের গণটিকার আওতায় আনতে শ্রম মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই ৩৫ বছরের কম বয়স্ক শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, সরকার ঈদে মানুষের যাতায়াত, কোরবানির পশুর কেনাবেচা নির্বিঘ্ন করতে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করেছে। গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল না করতে শ্রমিকদের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, কষ্ট করে হলেও মাস্ক পরুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। এতে আপনি নিরাপদে থাকবেন, আপনার পরিবার–পরিজন নিরাপদ থাকবে। দেশও নিরাপদে থাকবে।

সভায় শ্রমিকনেতা শাহজাহান খান, শ্রমসচিব কে এম আবদুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদফতরের মহাপরিচালক গৌতম কুমার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বিজিএমইএর সহসভাপতি মো. নাছির উদ্দিন, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, শ্রমিকনেতা নাজমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার