Top

চিরচেনা রূপে রাজধানী

১৫ জুলাই, ২০২১ ১০:২৭ পূর্বাহ্ণ
চিরচেনা রূপে রাজধানী

রাজধানীর বিভিন্ন রুটে বৃহস্পতিবার সকাল থেকেই বাস চলতে দেখা গেছে। এছাড়া খুলতে শুরু করেছে বিভিন্ন দোকানপাটও । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে শপিংমল ও মার্কেট। তবে ঈদ উপলক্ষে জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তাই বৃহস্পতিবার সকাল থেকে চিরচেনা রূপে ফিরেছে রাজধানী। তবে ২৩ জুলাই ভোর থেকে ফের ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হবে। তাতে জরুরি সেবা বাদে শিল্পকারখানাসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আজ থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আসনের অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহণ চলবে। স্বাস্থ্যবিধি মানার শর্তে খোলা থাকবে শপিংমল ও মার্কেট।

আজ সকাল থেকে চলতে শুরু করেছে গণপরিবহন। খুলেছে দোকানপাট। সকালে রাজধানীর মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, ধানমন্ডি, যাত্রবাড়ী, টিকাটুলি, গুলিস্তান এবং মতিঝিল এলাকা ঘুরে দেখা গেছে, অর্ধেক আসন ফাঁকা রেখে চলছে বাস। তাই যাত্রীদের কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বাসের জন‌্য।

করোনা মহামারি রোধে গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এই সময়ে গণপরিবহণ, অফিস, শপিংমল বন্ধ রাখা হয়। ঈদের সপ্তাহে সারাদেশে কুরবানির পশুর হাট বসানোরও অনুমতি দেওয়া হয়। তবে ২১ জুলাই ঈদ শেষে আবার ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত। এই সময়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব মোতায়েন থাকবে। বন্ধ থাকবে গণপরিবহণ, অফিস, শপিংমল, কলকারখানা।

শেয়ার