Top

মমেক করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু

১৫ জুলাই, ২০২১ ১:৪৫ অপরাহ্ণ
মমেক করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহ জেলা এবং জেলার বাইরে থেকে আসা রোগীর মধ্যে মৃত ১৯ জনের আট জন করোনায় আক্রান্ত হয়ে এবং ১১ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ড. মো. মহিউদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

করোনা পজিটিভ হয়ে মৃত সাত জন হলেন, ময়মনসিংহ জেলা সদরের শামসুদ্দিন (৯৬), হালুয়াঘাটের রিনা রানী (৫২), নেত্রকোনা সদরের সাহেদ আলী (৫০), নীলা রজক (৫০), এবং নবনিতা সরকার (২৮), এবং জামালপুর সদরের হাবিবুর রহমান (৬১), টাংগাইলের গোপালপুরের সাহেরা বেগম (৬৮), এবং গাজীপুরের শাহিদা সুলতানা (৫১)।

এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের নূরজাহান (৬৫) ও রফিকুল (৬৫), নান্দাইলের আলাউদ্দিন (৭০), ত্রিশালের মফিজ (৮০), মুক্তাগাছার চান মিয়া (৬৫), নেত্রকোনা সদরের আব্দুল লতিফ (৭৫), মোহনগঞ্জের কামাল মিয়া (৫০) ও শিউলি (৪৫), কেন্দুয়ার চান মিয়া (৮০), শেরপুরের আব্দুল মজিদ (৬০), এবং জামালপুর সদরের এলাহি বক্স (৬০)।

ডা. মো. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ৪৮০ জন এবং আইসিইউতে ভর্তি আছে ২১ জন।

শেয়ার