Top
সর্বশেষ

মমেক করোনা ইউনিটে আজ ১৩ জনের মৃত্যু

১৬ জুলাই, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ণ
মমেক করোনা ইউনিটে আজ ১৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৩২ জনের। শুক্রবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় মৃতরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার রুবেল মিয়া (৬০), ফুলবাড়িয়ার ইমান আলী (৭২), ফুলপুরের জামিলা বেগম (৬৫), মুক্তাগাছার আব্দুল কাদের (৭০), জামালপুর সদর উপজেলার নবাব আলী (৭০), নেত্রকোনা সদর উপজেলার রোকেয়া বেগম (৬৭), কেন্দুয়ার সাথিয়া বেগম (৫৫), শেরপুর সদর উপজেলার সুলতানা (৬২) ও টাঙ্গাইল মধুপুরের আব্দুস সালাম (৭৬)। উপসর্গ নিয়ে মৃতরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার রহিমা (৬০), আবু বক্কর (৫২), কুড়িগ্রামের তাইজুদ্দিন ও গাজীপুরের লিটন সরকার।

তিনি আরো জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২১ জনসহ মোট ৪৪০ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৯৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৩ জন। নতুন করে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। এছাড়াও ফাঁকা নেই আইসিইউ বেড।

শেয়ার