Top

২৪ ঘন্টায় কুষ্টিয়ায় ১০ জনের মৃত্যু

১৬ জুলাই, ২০২১ ১২:০৬ অপরাহ্ণ
২৪ ঘন্টায় কুষ্টিয়ায় ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় তারা মৃত‌্যুবরণকরেন। এদের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ ও ৩ জনের করোনা উপসর্গ ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখান কর্মকর্তা মো. মেজবাউল আলম।

মো. মেজবাউল আলম জানান, বর্তমানে হাসপাতালে ২১৯ করোনায় আক্রান্ত রোগী ও ৬১ জন উপসর্গ নিয়ে মোট ২৮০ জন ভর্তি রয়েছে।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৩৫ জনের নমুনা পরীক্ষা করে ২০৩ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৬১ শতাংশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৭ জনে। শনাক্ত ২০৩ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৬৭৪ জন।

শেয়ার