পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম আজ রোববার (১৮ জুলাই) সন্ধ্যায় প্রতিমন্ত্রী শপথ নিতে যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে। সেভাবেই আয়োজন করা হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি (মো. আবদুল হামিদ) শপথ পড়াবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, শামসুল আলমকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে। সন্ধ্যায় শপথের পর তার দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
বর্তমানে পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে রয়েছেন এম এ মান্নান। মন্ত্রিসভায় এখন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। নতুন একজন যুক্ত হলে প্রতিমন্ত্রী হবেন ২০ জন।