করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। শুক্রবার নেপালকে ২-০ গোলে হারানোর পর শনিবারই জাতীয় দলের সবার করোনা পরীক্ষা করানো হয়েছিল। যার ফল এসেছে শনিবার রাতে। যেখানে জেমি ডে’র নমুনার ফলাফল আসে করোনা পজিটিভ।
তবে করোনার কোনো উপসর্গই প্রকটভাবে না থাকায় নিজের মনের সংশয় দূর করতে ২৪ ঘণ্টার মধ্যেই আজ (রোববার) আবার পরীক্ষা করাবেন জেমি ডে। আজ ১৪ সকালে করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশের পর এ তথ্য জানিয়েছেন জেমি নিজেই।
জেমি জানিয়েছেন, ‘আমার এখন হালকা ঠাণ্ডা আছে। এছাড়া তেমন কোনো উপসর্গ নেই। তাই আজ আবার পরীক্ষা করাবো। দেখা যাক।’
যেহেতু হেড কোচ করোনা আক্রান্ত, তাহলে কি আজকের অনুশীলন বাতিল? জেমি জানিয়েছেন, সূচিতে আজকের অনুশীলন সকালে থাকলেও, গত রাতে করোনা পরীক্ষার ফলাফল জানার পর এই অনুশীলন পর্ব বিকেলে নেয়া হয়েছে। অর্থাৎ আজ বিকেলেই হবে জাতীয় দলের অনুশীলন।
আজ করা করোনা পরীক্ষায় নেগেটিভ এলে মঙ্গলবারের ম্যাচের দায়িত্ব পালনের অনুমতি পেতেও পারেন জেমি ডে। অন্যথায় সিরিজের শেষ ম্যাচটিতে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস। আর ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে জেমিকে।