Top

অস্ট্রেলিয়া সিরিজে মুশফিককে ছাড়া খেলতে হবে টাইগারদের

২২ জুলাই, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ
অস্ট্রেলিয়া সিরিজে মুশফিককে ছাড়া খেলতে হবে টাইগারদের

অস্ট্রেলিয়ার বেঁধে দেয়া কঠোনা করোনাবিধির কারণে মূলত সিরিজটি খেলা হবে না মুশফিকের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি খেলতে হলে অন্তত ১০ দিনের কোয়ারেন্টাইন করতে হতো তাকে।

বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশে ফিরেছেন তিনি। কিন্তু পরিবারের এই অবস্থায় তা এখনও শুরুই করতে পারেননি মুশফিক। আর ওদিকে এ বিষয়ে কোনো ছাড় দিতেও রাজি নয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তাই বাধ্য হয়েই মুশফিককে ছাড়া খেলতে হবে টাইগারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান জানিয়েছেন এ তথ্য।

বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম বলেছেন, ‘বাবা-মা অসুস্থ থাকায় মুশফিককে দেশে ফিরে আসতে হয়েছিল। এমন পরিস্থিতিতে আপনি কিছুই করতে পারবেন না। মুশফিকের খেলার ইচ্ছা ছিল অনেক। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এ বিষয়ে ছাড় দিতে রাজি নয়।’

শেয়ার