Top

৬ মাসে ব্যাংকে আমানত বেড়েছে এক লাখ কোটি টাকা

১৫ নভেম্বর, ২০২০ ৪:৪৫ অপরাহ্ণ
৬ মাসে ব্যাংকে আমানত বেড়েছে এক লাখ কোটি টাকা

দেশে করোনাভাইরাসের প্রভাব শুরুর পর থেকে ব্যাংকে থাকা টাকা তোলার প্রবণতা বেড়ে যায়। এতে আমানত সঙ্কট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিলো। তবে সেই আশঙ্কা আর নেই। করোনার ধাক্কা কাটিয়ে ফের ব্যাংকে টাকা রাখতে শুরু করেছেন গ্রাহকরা। ফলে গত ৬ মাসে ব্যাংকে আমানত বেড়েছে প্রায় নয় শতাংশ, বা ১ লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মার্চের শেষে ব্যাংক খাতে আমানত ছিল ১১ লাখ ৩৬ হাজার ৪১৪ কোটি টাকা। তখন আমানত সংকটের আশঙ্কাও তৈরি হয়। সেপ্টেম্বর মাসে আমানত বেড়ে দাঁড়ায় ১২ লাখ ৩৬ হাজার ৪৪৭ কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, গত মার্চে ব্যাংক খাতের আমানত কমে ৭ হাজার ৪৬১ কোটি টাকা।

শেয়ার