Top
সর্বশেষ

খেলা বন্ধকরে জামাল ভুঁইয়ার সাথে সেলফি

১৭ নভেম্বর, ২০২০ ১০:১০ অপরাহ্ণ
খেলা বন্ধকরে জামাল ভুঁইয়ার সাথে সেলফি

 

বাংলাদেশ-নেপালের মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে এক দর্শকের মাঠে ঢুকে পড়ে সেলফি দিয়ে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে মোবাইল ফোনের ক্যামেরায় সেলফিতে ছবি তোলার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধায় খেলার ৭৩ মিনিটের মাথায় গ্যালারির রেলিং টপকে এই ঘটনাই ঘটিয়েছেন হাসিব নামের জামাল ভুঁইয়ার এক ভক্ত।

নেপাল ফুটবল দল যখন দর্শন গুরুংয়ের জায়গায় শেশাং আংদেমবে, অঞ্জন বিস্টার জায়গায় আসেন রবিশঙ্কর পাসওয়ানকে নামিয়েছেন মাঠে, তখন ঘটেছে এই ঘটনা।

মাঠে রেফারি,সহকারী রেফারির সামনে ওই ঘটনায় হতভম্ব হয়েছে গ্যালারিতে থাকা দর্শকরা। ওই দর্শককে নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থল থেকে ধরে নিয়ে মিডিয়া সেন্টারের নিচে মেডিকেল রুমে নিয়ে আটকে রাখা হয়। ওই ঘটনায় খেলা কিছুক্ষনের জন্য রাখা হয় বন্ধ। ম্যাচ শেষে ওই ক্রেজি দর্শকের খোঁজ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তাকে দ্রুত ছেড়ে দেয়া দেয়ার আবেদন বাফুফেকে জানিয়েছেন তিনি। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

এর আগে খেলার মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা এর আগেও অসংখ্য আছে বাংলাদেশে। ২০১৬ সালরি ১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালে এক দর্শক ভিআইপি গ্যালারির ফেন্সিং টপকে মাঠে ঢুকে বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে ধরেছেন জড়িয়ে।

২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গ্যালরির ফেন্সিং টপকে বোলিং মার্কে সাকিব আল হাসানকে গোলাপ ফুল দিয়ে নিরাপত্তা কর্মীদের কাছে দর্শকের আটক হওয়ার ঘটনাও আছে।

শেয়ার