Top
সর্বশেষ

বসুন্ধরার দ্বিতীয় পর্বের সূচনায় বড় জয়

২০ নভেম্বর, ২০২০ ১০:২৭ অপরাহ্ণ
বসুন্ধরার দ্বিতীয় পর্বের সূচনায় বড় জয়

বড় জয় দিয়ে নারী ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরু করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার (২০ নভেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে লিগের ফিরতি পর্ব।

ফিরতি পর্বের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস ৫-০ গোলে হারিয়েছে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে।

ফরোয়ার্ডদের ছাপিয়ে এ ম্যাচে নজর কেড়েছেন দুই ডিফেন্ডার নার্গিস খাতুন ও আঁখি খাতুন। জোড়া গোল করেছেন রাজশাহীর নার্গিস ও সিরাজগঞ্জের আঁখি। অন্য গোলটি করেছেন অধিনায়ক সাবিনা খাতুন।

এ নিয়ে লিগের ৭ ম্যাচের ৭টিই জিতলো শিরোপাপ্রত্যাশী দলটি। এখন ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাসরিন স্পোর্টস একাডেমি।

 

শেয়ার