Top

‘বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ক‌রে‌ছে বাংলা‌দেশ ব্যাংক’

০৮ জুন, ২০২০ ৮:০৯ পূর্বাহ্ণ
‘বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ক‌রে‌ছে বাংলা‌দেশ ব্যাংক’

ব্যাংকগুলোর নগদ লভ্যাংশ বিতরণের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলা‌দেশ ব্যাংক। এর ফলে ২০১৯ সালের ঘোষিত লভ্যাংশ ৩০ সেপ্টেম্বরের আগে বিতরণ করতে পারবে তালিকাভুক্ত ব্যাংকগুলো। এ সিদ্ধা‌ন্তের ফ‌লে বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করেছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান।

‌সোমবার (৮ জুন) গণমাধ্যেম পাঠােনা এক বার্তায় তি‌নি এ মন্তব্য ক‌রেন।

রকিবুর রহমান ব‌লেন, পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বাংলা‌দেশ ব্যাংকের এ সিদ্ধান্ত‌কে ধন্যবাদ জা‌না‌চ্ছি। এ সিদ্ধান্ত নি‌য়ে বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করেছে।

রোববার (৭ জুন) ব্যাংকগুলোর নগদ লভ্যাংশ বিতরণের স্থগিতাদেশ প্রস‌ঙ্গে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উ‌ল্লেখ করা হয়, শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকগুলো ২০১৯ সালের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ আগামী ৩০ সেপ্টেম্বরের আগে শুধুমাত্র ব্যক্তিশ্রেণীর (স্থানীয় ও বিদেশী) বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করতে পারবে।

এর আগে আগামী ৩০ সেপ্টেম্বরের পর ব্যাংকগুলো নগদ লভ্যাংশ বিতরণ করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

শেয়ার