Top
সর্বশেষ

সাইবার হামলার শঙ্কায় ব্যাংকগুলোতে সতর্কতা জারি

২২ নভেম্বর, ২০২০ ৪:২৮ অপরাহ্ণ
সাইবার হামলার শঙ্কায় ব্যাংকগুলোতে সতর্কতা জারি

বাংলাদেশের ব্যাংকগুলোতে ফের সাইবার হামলার আশঙ্কা রয়েছে জানিয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার ব্যাংকগুলোতে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, উত্তর কোরিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ ‘বিগল বয়েজ’ ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির সঙ্গে জড়িত ছিল। তারা আবার বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও সুইফট নেটওয়ার্ক ‘হ্যাক’ করতে পারে। এ বিষয়ে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতেও বলা হয়।

একাধিক ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, সরকারের চিঠি পাওয়ার পর থেকে কিছু ব্যাংক অনলাইন লেনদেন ব্যবস্থা এবং এটিএম বুথে নজরদারি বাড়িয়েছে। কোনো কোনো ব্যাংক রাতে এটিএম বুথ বন্ধ রাখা শুরু করেছে।

তবে রোববার দুপুর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ধরনের সতর্কতা জারি করা হয়নি।

শেয়ার