Top
সর্বশেষ

বাংলাদেশ ব্যাংকে দুই ডেপুটি গভর্নর নিয়োগ

২২ নভেম্বর, ২০২০ ৫:০১ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকে দুই ডেপুটি গভর্নর নিয়োগ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম সাজেদুর রহমান খানকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন।

রোববার (২২ নভেম্বর) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

এর আগে ২০১৬ সালের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর, সে সময়ের দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে অপসারণ করা হয়। এরপর থেকেই খালি ছিল পদ দুটি।

শেয়ার