Top

প্রথম দিনে চিলাহাটি-হলদিবাড়ি রুটে ২৫০০ টন পাথর আমদানি

০২ আগস্ট, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
প্রথম দিনে চিলাহাটি-হলদিবাড়ি রুটে ২৫০০ টন পাথর আমদানি

দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার প্রথম দিনে রেলপথটি ব্যবহার করে বাংলাদেশে আনা হয়েছে আড়াই হাজার টন পাথর। বেলা ২টার দিকে ৪০টি ওয়াগনে করে এসব পাথর আনার কথা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। অন্যদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কার্যালয় জানিয়েছে, এখন থেকে এ রুটে নিয়মিত পণ্যবাহী ট্রেন চলাচল করবে।

এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীই উভয় দেশের মধ্যে ১৯৬৫ সাল-পূর্ববর্তী সব রেল সংযোগ পুনরায় কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে রেল সংযোগটি পুনঃস্থাপন করার কাজ হাতে নেয় উভয় দেশের রেলপথ মন্ত্রণালয়। পুনঃস্থাপনের পর ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে হলদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগটি উদ্বোধন করেন। এটি ভারত ও বাংলাদেশের মধ্যকার পঞ্চম রেল সংযোগ।

শেয়ার