Top

মমেক ও রামেক হাসপাতালে করোনায় ৩৬ জনের মৃত্যু

০৪ আগস্ট, ২০২১ ১০:৪১ পূর্বাহ্ণ
মমেক ও রামেক হাসপাতালে করোনায় ৩৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন। বুধবার (৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১০০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন। হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৫৫৩ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। ফাঁকা নেই আইসিইউ।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বুধবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ১৪৭৬টি নমুনা পরীক্ষা করে ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫.৭৪ শতাংশ।

অন্যদিকে, রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া ১৪ জনের মধ্যে চার জনের করোনা পজিটিভ ছিলো। আর ১০ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুই দিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর চার জন, নাটোরের চার জন, নওগাঁর তিন জন এবং চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার একজন করে রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল সত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪০২ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৫১৩টি।

শেয়ার