Top

শুষ্ক ত্বক থেকে ‍মুক্তির টিপস

০৮ জুন, ২০২০ ৮:২৯ পূর্বাহ্ণ
শুষ্ক ত্বক থেকে ‍মুক্তির টিপস

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বর্তমানে সকলে সামাজিক দুরুত্ব নিশ্চিতসহ ঘরে অবস্থান করছেন। এই সময়টা নিতে পারেন ত্বকের যত্ন। বিশেষ করে যাদের ত্বক রুক্ষ ও শুষ্ক তাদের জন্য রয়েছে কিছু টিপস। রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়া ত্বককে সজীব ও সতেজ করতে ঘরোয়া উপাদানের সাহায্যে নিয়মিত যত্ন নিতে পারেন ত্বকের। জেনে নিন শুষ্ক ত্বক কোমল ও সজীব করার ৭ ফেস প্যাক সম্পর্কে।

১। ওটমিল গুঁড়া করে মধু ও দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ফেস প্যাকটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

২। গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়া করে নিন। নারিকেল তেল, চিনি ও আমন্ড তেল মিশিয়ে নিন এই গুঁড়ার সঙ্গে। ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

৩। শসা ও টমেটো একসঙ্গে পেস্ট বানিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে নিন ত্বক।

৪। পাকা পেঁপে চটকে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। দূর হবে রুক্ষতা।

৫। একটি কলা চটকে ২ চা চামচ মোটা দানার চিনি ও আধা চা চামচ আমন্ড অয়েল মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৬। রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন ত্বকে। পরদিন সকালে ধুয়ে ফেলুন।

৭। ডিমের কুসুম, অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে ফেস প্যাক বানান। চাইলে ডিমের কুসুমের সঙ্গে অ্যাভোকাডো মিশিয়েও বানিয়ে ফেলতে পারেন শুষ্ক ত্বকের প্যাক। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।

শেয়ার