মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউন চলছে। লকডাউনের প্রথম দিকে কড়াকড়ি থাকলেও এখন রাজধানীর সড়কে মানুষ ও গণপরিবহনে চাপ বেড়েছে। এছাড়া বাইরের চিত্র দেখে কঠোর লকডাউন চলছে তা বুঝার উপায় নেই। মনে হয় এ যেন স্বাভাবিক।
এদিকে গণপরিবহন বন্ধ রেখে দেশের রপ্তানিমুখী সকল শিল্প-কারখানা খুলে দেওয়া হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। এসময় যে কোন একটি একটি পিক-আপ আসলেও সকলে হুড়োহুড়ি, গাদাগাদি করে ওঠে তাদের গন্তব্যে যাচ্ছেন। আবার একটি মোটর সাইকেলে তিনজন করে চলছেন।
ভ্যান গাড়িতে গাদাগাদি করে ৭-৮ জন করে যাচ্ছেন। এছাড়া কঠোর লকডাউনের প্রথম দিনগুলোতে যে চেক পোস্টগুলোতে প্রায় প্রতিটি গাড়িকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছিল, সেখানে গা-ছাড়া ভাব দেখা গেছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মহল্লার অলিতে গলিতে স্বাভাবিক মানুষের চলাচল। কাচা বাজারগুলোতে নেই সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই। অলিতে-গলিতে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে পাড়া-মহল্লায় সকল ধরনের দোকান খোলা রাখা হয়েছে। বিভিন্ন এলাকায় চায়ের টং দোকানও খোলা রয়েছে, সেখানে চলছে আড্ডা, খোশগল্প। নেই স্বাস্থ্য বিধির কোনো বালাই।