Top

কৃষিতে ঋণের প্রবাহ বাড়াতে হবে: হুমায়ূন কবির

২৫ নভেম্বর, ২০২০ ৩:২৪ অপরাহ্ণ
কৃষিতে ঋণের প্রবাহ বাড়াতে হবে: হুমায়ূন কবির

বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহা. হুমায়ূন কবির বলেছেন, আমাদের কৃষিতে ঋণের প্রবাহ বাড়াতে হবে। এই প্রবাহ রাষ্ট্রায়ত্ব ব্যাংকের ক্ষেত্রে সন্তোষজনক হলেও বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে তা পর্যাপ্ত নয়। কৃষিখাতে বেশি বেশি ঋণ দেয়ার ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলোকে আরও অগ্রসর হতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত “এনপিএল ইন ব্যাংক অফ বাংলাদেশ: ম্যাক্রো ইকোনোমিক অ্যান্ড ব্যাংকস স্পেসিফিক পারসপ্রেক্টিভ” শীর্ষক অনলাইন সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ব্যাংকের কিছু ক্লায়েন্ট রয়েছেন যারা ঋণ নিয়ে ব্যবসা করেন না বরং ব্যাংক থেকে ঋণ নেয়াই তাদের ব্যবসা। এসব ক্লায়েন্টকে চিহ্নিত করতে হবে। এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। এদের থেকে মুক্ত হতে পারলে নন-পারফর্মিং লোন কমানো সম্ভব।

এই ব্যাংকার বলেন, লোনের সিকিউরিটি বিক্রি করে টাকা উদ্ধার করা খুবই কঠিন। অনেকাংশে তা দীর্ঘ মেয়াদিও বটে। কারণ ব্যাংক মামলা করলে ব্যাংকে না জানিয়ে ক্লায়েন্টও মামলা করে। তখন কোর্টে বিষয়টি স্থগিত হয়ে যায়। যা বছরের পর বছর চলতে থাকে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. মনিরুজ্জামান।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. আখতারুজ্জামান পিএইচ.ডি।

আলোচনায় অংশ নেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলী।

সঞ্চালনা করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক আশরাফ আল মামুন পিএইচডি।

শেয়ার