নাটোরের গুরুদাসপুরে কাছিকাটা টোল প্লাজা এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (৮ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন জানান, ট্রাকে করে ঢাকায় যাওয়ার সময় এটি উল্টে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।