মহামারি করোনাভাইরাসে গত সাত দিনে (১ আগস্ট থেকে ৭ আগস্ট) পর্যন্ত দেশে মারা গেছেন এক হাজার ৭২৬ জন। আর এসময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে প্রায় ৯৪ হাজারের মতো।
রোববার (৮ আগস্ট) দুপুরে সারাদেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
তিনি বলেন, জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সংক্রণের হার বেশি। আমরা জুলাই মাসে দেখেছি মাসজুড়ে যেখানে তিন লাখ ৩৬ হাজার ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে, সেখানে এই মাসে এখন পর্যন্ত (৭ আগস্ট) ৯৩ হাজার ৯১২ জন রোগী শনাক্ত করা সম্ভব হয়েছে।
নাজমুল ইসলাম বলেন, বিগত ৭ দিনে দেশের সংক্রমণ পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে দেখব যে, ৭ আগস্ট কম সংখ্যক রোগী চিহ্নিত হয়েছে। শতকরা হিসেবে আমরা আগের দিনের তুলনায় শনাক্তের হার খানিকটা কম পেয়েছি, তা হলো ২৫.৬৫ শতাংশ। সপ্তাহের শুরুতে ১ আগস্ট শনাক্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৮৪৪ জন। শনাক্তের হার ছিল ২৯.৯৫ শতাংশ।
তিনি আরও বলেন, বিগত ৩০ দিনে সংক্রমণের যে চিত্রটি আমরা দেখতে পাই, সেটি প্রায় কাছাকাছি একটি অবস্থাতেই আছে। এই সময়ের মধ্যে খুব বেশি উল্লেখ করার মতো বড় কোনো পরিবর্তন হয়নি। জানুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত সংক্রমণের যে চিত্রটি আছে, সেখানে সবচেয়ে বেশি সংখ্যক জুলাই মাসে চিহ্নিত হয়েছে তিন লাখ ৩৬ হাজার ২২৬ জন এবং আগস্ট মাসে এখন পর্যন্ত (৭ আগস্ট) ৯৩ হাজার ৯১২ জন রোগী শনাক্ত করা সম্ভব হয়েছে।
জেলাভিত্তিক সংক্রমণের চিত্র তুলে ধরে তিনি বলেন, যদি আমরা শনাক্তের সংখ্যা দেখি, ঢাকা জেলাতেই সবচেয়ে বেশি সংখ্যক রোগী চিহ্নিত হয়েছে। ঢাকায় চার লাখ ৫৮ হাজার ৮৯ জন এবং তারপর চট্টগ্রাম জেলার অবস্থান। সেখানে ৮৫ হাজার ৮৮৬ জন রোগী শনাক্ত হয়েছে। এরপর এই সময়ের মধ্যে তৃতীয় অবস্থানে আছে কুমিল্লা জেলা, সেখানে ৩১ হাজার ৯৫৪ জন রোগী শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে ১০ জেলার মধ্যে সবচেয়ে কম সংখ্যক রোগী শনাক্ত হয়েছে রাজশাহীতে, ২০ হাজার ২০৯ জন।
স্বাস্থ্য মুখপাত্র বলেন, করোনায় সবচেয়ে ঝুঁকিতে আছেন বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুও তাদের হচ্ছে। তাই এসব ব্যক্তিদের করোনা পজিটিভ হলেই হাসপাতালে ভর্তি করতে হবে অথবা বাসায় রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। কারও মধ্যে করোনার কোনো উপসর্গ থাকলেই সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা করতে হবে।
সংক্রমণ প্রতিরোধে করণীয় প্রসঙ্গে তিনি আরও বলেন, আমাদেরকে অবশ্যই সব জায়গায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে। নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার করতে হবে বা সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। তাহলেই আমরা অতিমারি থেকে মুক্ত থাকতে পারব। আর এসব নিশ্চিতে জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদারাসা শিক্ষকদেরও কাজ করতে হবে। করোনা মোকাবিলায় সবাইকেই এগিয়ে আসতে হবে।