Top
সর্বশেষ

বাংলাদেশে ১৫ দিনে ৩৬০৬ করোনা রোগীর মৃত্যু

০৮ আগস্ট, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
বাংলাদেশে ১৫ দিনে ৩৬০৬ করোনা রোগীর মৃত্যু

টানা ১৫ দিন ধরে দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে দুইশর ওপরে মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ জুলাই এর পর থেকে আজ ০৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত প্রতিদিনই করোনায় মারা গেছেন ২০০ বেশি মানুষ। এই ১৫ দিনে মোট মারা গেছেন ৩ হাজার ৬০৬ জন।

আজ রবিবার (০৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ৬৫২ জন। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ১০২ জন এবং মহিলা ৭ হাজার ৫৫০ জন। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ ০৫ হাজার ৪৪৭ জন।

এছাড়া ঢাকা বিভাগে মারা গেছেন ১০ হাজার ১৬২ জন, চট্টগ্রামে ৪ হাজার ৩৬৩ জন, রাজশাহীতে ১ হাজার ৭১৯ জন, খুলনায় ৩ হাজার ৮৪১ জন, বরিশালে ৭৫১ জন, সিলেটে ৮৫৫ জন, রংপুরে ১ হাজার ১৩০ জন এবং ময়মনসিংহে ৬৩১ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৯ হাজার ৫৫৩ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ২ হাজার ৪১৩ জন, বাসায় মারা গেছেন ৬৫৭ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ২৯ জনকে।

বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ০ থেকে ১০ বছরের ৬৩ জন, ১১ থেকে ২০ বছরের ১৪০ জন, ২১ থেকে ৩০ বছরের ৫০৩ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ হাজার ৩৫৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ২ হাজার ৭৩৩ জন, ৫১ থেকে ৬০ বছরের ৫ হাজার ৩৭৮ জন, ৬১ থেকে ৭০ বছরের ৭ হাজার ২৭ জন, ৭১ থেকে ৮০ বছরের ৩ হাজার ৯২৭ জন, ৮১ থেকে ৯০ বছরের ১ হাজার ২৩৯ জন, ৯১ থেকে ১০০ বছরের ২৫৭ জন এবং ১০০ বছরের উর্ধ্বে ২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, গত ২৫ জুলাই মারা যান ২২৮ জন; ২৬ জুলাই ২৪৭ জন; ২৭ জুলাই ২৫৮ জন; ২৮ জুলাই ২৩৭ জন; ২৯ জুলাই ২৩৯ জন; ৩০ জুলাই ২১২ জন; ৩১ জুলাই ২১৮ জন; ০১ আগস্ট ২৩১ জন; ০২ আগস্ট ২৪৬ জন; ০৩ আগস্ট ২৩৫ জন; ০৪ আগস্ট ২৪১ জন; ০৫ আগস্ট ২৬৪ জন; ০৬ আগস্ট ২৪৮ জন; ০৭ আগস্ট ২৬১ জন এবং আজ ০৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত মারা গেছেন ২৪১ জন।

শেয়ার