Top

ঠাকুরগাঁওয়ে ৪০ বছর পর জেলা পরিষদের জমি ও দোকান উদ্ধার

০৯ আগস্ট, ২০২১ ১:৪৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ৪০ বছর পর জেলা পরিষদের জমি ও দোকান উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ চৌরাস্তায় ৪০ বছর পর ১৯ শতক জমি ও ১৫টি দোকানঘর উদ্ধার করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। রোববার (৮ আগস্ট) জেলা পরিষদের কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এ জমি ও দোকান ঘরগুলি উদ্ধার করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন।

সদর উপজেলার পারপুগী মৌজার ১৭৫ নং জেএল এর ১ হাজার ১৫৩নং খতিয়ানভুক্ত ৬ হাজার ৬৭৩ নং দাগের নয়নজলির ১৯ শতক জমি দীর্ঘদিন ধরে বেদখল ছিল। বেদখল থাকা অবস্থায় গত ১ আগস্ট স্থানীয় মসজিদ কমিটির লোকজন ও জমি দাবিকারী হাবিবুল ইসলাম বাবলু পক্ষের লোকজনের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৬/৭ জন আহত হন।

পরে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আলীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশী জানান, এই জমির মধ্যে ১৯শতক জমি জেলা পরিষদের সম্পত্তি। অবশেষে জেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় রোববার জেলা পরিষদ কর্তৃপক্ষ তাদের ১৯ শতক জমি ও ১৫টি দোকানঘর উদ্ধার করে সেখানে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন । এই জমিটি জেলা পরিষদ মার্কেটের জন্য নির্ধারিত স্থান বলে ঘোষণা দেন। এ সময় জেলা পরিষদের অফিস সহকারী নাজমুল হক, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম হিরুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার