Top

করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রান বিতরন

০৯ আগস্ট, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রান বিতরন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ দিনমজুর ও বিভিন্ন পেশার ৪৫০ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ত্রান সামগ্রি বিতরন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ত্রান সামগ্রি বিতরন করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

তিনি বলেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সাবান দিয়ে হাত ধৌত করতে হবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃআনোয়ার পারভেজ, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মিয়া শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটি সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন প্রমুখ।

এ অনুষ্ঠানে সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল ও ৩ কেজি আটা। সিরাজগঞ্জ সদর উপজেলায় গত ৩ দিনে কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে জেলার ৯টি উপজেলায় ৩ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।

শেয়ার