Top

লালমনিরহাটে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১

০৯ আগস্ট, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
লালমনিরহাটে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে শামিম হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার সাথে জড়িত রশিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ আগস্ট) ভোরে হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়া বাউরা গ্রামের আব্দুর রহমান আমুর ৩৪ শতাংশ জমি একই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের তোয়াব আলী নিজের দাবি করে দখল নেয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আমিনুর রহমান আমুর ছেলে শামিম হোসেন সংঘর্ষ থামাতে আসলে তোয়াব আলীর ভাড়াটে লোকজন শামিমের ওপর চড়া হয়ে বেধড়ক মারপিট করে। এতে সে গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় গত ৪ ডিসেম্বর সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শামিম হোসেনের বোন আশিকা আফরোজ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার প্রধান আসামী তোয়াব আলী (৩৮) কে গ্রেফতার করেন। এ মামলার বাকী আসামীরা পলাতক থাকায় পরর্বতীতে মামলাটি লালমনিরহাট সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত রশিদুল ইসলাম (৩২) উপজেলার বড়খাতা দোলাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি বড়খাতা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ সভাপতি পদে রয়েছেন বলে জানা গেছে।

হাতীবান্ধা থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় লালমনিরহাট সিআইডি পুলিশ রশিদুল ইসলামকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য লালমনিহাট অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার