Top

ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু

১১ আগস্ট, ২০২১ ১:৪৮ অপরাহ্ণ
ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৩ জন মারা গেছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন আর উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছে।

ফরিদপুর সিভিল সার্জন ডা. মো ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৬৫ জনকে নতুন শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ৩৫.১১ %। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৯১ জন । ফরিদপুরে এই পর্যন্ত ১৯৪১৬ জন রোগীর করোনা শনাক্ত করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল এর পরিচালক ডা. মো সাইফুর রহমান জানায়, গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৩৩ জন এবং সুস্থ হয়েছে ৩৭ জন। সরকারী হিসেবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৫৩ জন, মোট সুস্থ্যতার হার জেলায় ৭৫.৬৯% এবং মৃত্যুর হার ২.৩৩%।

ফরিদপুর সিভিল সার্জন মেডিকেল অফিসার ডা. তানসীভ জুবায়ের নাদিম জানান, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৯৮১ জন । সরকারী হিসেবে মোট সুস্থ্য হয়েছে ১৪৪২৭ জন।

শেয়ার