বিশ্বব্যাপী বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধি ও আর্ন্তজাতিক বাজারে প্রবেশে সহায়তার স্বীকৃতি হিসেবে চলতি বছর ‘এক্সপোর্ট লঞ্চপ্যাড বাংলাদেশ’র সনদপত্র প্রদান করা হয়েছে।প্রাথমিক পর্বে দেশের ৯টি শিল্প, ব্যাংক, ট্রেড চেম্বার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মোট ২৯ জনকে এই সনদপত্র দেয়া হয়।
এই সনদপত্র প্রদান করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি), ট্রেড ফ্যাসিলিটেশন অফিস-কানাডা (টিএফও কানাডা) ও বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)নামের তিনটি প্রতিষ্ঠান।
আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। এসব প্রতিষ্ঠানের পক্ষে প্রধান নির্বাহী, প্রেসিডেন্ট, গবেষক, ব্যবস্থাপক, উপ-পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা এই প্রশংসাপত্র গ্রহণ করেন।
এই পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই), বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি), এসএমই ফাউন্ডেশন (এসএমইএফ), ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিওইএবি) এবং ওমেন এন্টারপ্রেনার নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ডব্লিওইএনডি)।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ব্যবসা উন্নয়নে ভূমিকার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহী ৬০ জনের মধ্য থেকে ৩২ জনকে অনলাইন প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। প্রশিক্ষণ চলতি বছরের জুলাই মাস থেকে শুরু হয়ে শেষ হয় অক্টোবরে। পরে মানদণ্ডের ভিত্তিতে ৯টি প্রতিষ্ঠানের চূড়ান্তভাবে ২৯ জনকে নির্বাচন করা হয়।
নির্বাচিত এই প্রশিক্ষকরা ভবিষ্যতে দেশের সম্ভাবনাময় ব্যবসা-উদ্যোক্তাদের বাণিজ্যে সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশে যাবতীয় পরামর্শ ও সহায়তা প্রদান করবেন।
দেশের বিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান-লাইট ক্যাসল পাটনার্স আয়োজিত এই সনদপত্র প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, বিপিসি’র সমন্বয়ক এ এইচ এম শফিকুজ্জামান প্রমুখ।
এছাড়া অনলাইন প্লাটফর্ম জুমে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফনটেইন, আইটিএফসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা হানি সলেম সনবল, টিএফও-কানাডার নির্বাহী পরিচালক স্টিভ টিপম্যান।