Top

রংপুর বিভাগে আরও ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪২৭ জন

১২ আগস্ট, ২০২১ ৪:১০ অপরাহ্ণ
রংপুর বিভাগে আরও ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪২৭ জন
রংপুর প্রতিনিধি :

করোনা শুরুর পর থেকে রংপুর বিভাগের ৮ জেলায় ১ হাজার ৭৮ জন মৃত্যু বরণ করেছে। গত ৪৩ দিনে মৃত্যু হয়েছে ৫৭০ জনের। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় বিভাগে মারা গেছে আরো ১৫ জন। এসময় করোনায় আক্রান্ত হয়েছে ৪২৭ জন। বুধবার বিভাগে মৃত্যের সংখ্যা ছিল ৬ জনে। আর আক্রান্তের সংখ্যা ছিল ৩৪২ জনে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো.মোতাহারুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার ৬ জন, নীলফামারীতে ১ জন, ঠাকুরগাঁয়ের ৬ জন ও দিনাজপুরে ২ জন রয়েছে ।

রংপুর বিভাগের ৮ জেলায় ২ হাজার ২১ জনের নমুনা পরীক্ষা করে ৪২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৬৯ জন, পঞ্চগড় ৬৫ জন, নীলফামারীর ২৩ জন, লালমনিরহাটে ১৫ জন, কুড়িগ্রামের ৪১ জন, ঠাকুরগাঁ জেলায় ৩১ জন, দিনাজপুরে ৬৪ ও গাইবান্ধায় ৫৮ জন রয়েছে।

নতুন করে মারা যাওয়া ১৫ জনসহ বিভাগে করোনায় মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০ জনে। এর মধ্যে রংপুর জেলায় ২৫২ জন, পঞ্চগড় জেলায় ৬৬ জন, নীলফামারী জেলায় ৭৭ জন, লালমনিহাট জেলায় ৫৭ জন, কুড়িগ্রাম জেলায় ৫৯ জন, ঠাকুরগাঁও জেলায় ২১০ জন, দিনাজপুর জেলায় ৩০০ জন গাইবান্ধা জেলায় ৫৭ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০১ জন।

নতুন শনাক্ত ৪২৭ জনসহ বিভাগে ৪৯ হাজার ৮২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় ১১ হাজার ৫৭৫ জন, পঞ্চগড় জেলায় ৩ হাজার ১৮৩ জন, নীলফামারী জেলায় ৪ হাজার ৫৯ জন, লালমনিহাট জেলায় ২ হাজার ৪৭৪ জন, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ১৭৫ জন, ঠাকুরগাঁ জেলায় ৬ হাজার ৬৮১ জন, দিনাজপুর জেলায় ১৩ হাজার ৫৬৬ জন এবং গাইবান্ধা জেলায় ৪ হাজার ৩১৩ জন রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরুর পর থেকে রংপুর বিভাগে ২ লাখ ৩৪ হাজার ৯৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ হাজার ৮২৬ জন করোনা রোগী পাওয়া গেছে। এরমধ্যে মারা গেছে ১ হাজার ৭৮ জন। আর সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৩৮ জন। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।

শেয়ার