Top
সর্বশেষ

পুঁজিবাজারে সুবাতাস বইছে

১৩ আগস্ট, ২০২১ ১২:৫৩ পূর্বাহ্ণ
পুঁজিবাজারে সুবাতাস বইছে

বেশকিছুদিন ধরেই পুঁজিবাজারে সুবাতাস বইছে। প্রতিদিনই বেশিরভাগ বিনিয়োগকারী সন্তুষ্টি নিয়ে ঘরে ফিরে যাচ্ছেন। এর ফলে বাজারে প্রতিদিনই নতুন নতুন বিনিয়োগকারী বাজারে আসছে। আগে থেকেই যারা বিনিয়োগ করে লাভবান হচ্ছেন তারা নতুন পুঁজি নিয়ে আসছেন। ২০১০ এর ধসের পর এতটা সুবাতাস এর আগে দেখা যায়নি। এই সুবাতাসের পালে হাওয়া দিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রে হয়ে যাওয়া রোড শো।

পুঁজিবাজার স্থিতিশীলতার প্রমাণ রেখেছে গত বুধবার। কয়েকটি কোম্পানীর লেনদেনের বিষয়ে এসইসি’র গঠিত তদন্ত কমিটির কারণে সকালটা শুরু হয় নেগেটিভ পয়েন্ট দিয়ে। কিন্তু দিনশেষে লেনদেন শেষ হয় পজেটিভ পয়েন্টে। আগে এ ধরনের খবরে বাজার হুরমুর করে পয়েন্ট হারানোর প্রতিযোগিতা দেখা যেত।

একদিন পর গতকাল বৃহস্পতিবার বাজার আরও বেশি চাঙ্গা হয়ে ওঠে। গতকাল ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন হয় ২ হাজার ৬৬২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে সাড়ে ৪০০ কোটি টাকা বেশি। ডিএসইএক্স সূচক বেড়েছে ৭৬ পয়েন্ট বা ১ শতাংশের বেশি।

বাজারের মূলধন বাড়ছে তড়তড়িয়ে। গতকাল একদিনেই ডিএসইতে বাজারের মূলধন বেড়েছে ৩ হাজার ১৪৯ কোটি টাকা। গতকালের হিসেবে মোট বাজার মূলধন এখন ৫ লাখ ৪৭ হাজার ৮৬৯ কোটি টাকা। এসব বৃদ্ধির কারনে বাজারে বেশিরভাগ শোয়রের দাম বাড়ছে। ফলে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে। গতকাল ডিএসইতে লেনদেন করা ৩৭৬ টি কোম্পানীর মধ্যে দাম বেড়েছে ২০৯ টির। যদিও ১৪৪টির দাম কমেছে এবং দাম একই ছিল ২৩টির।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি এই দিন ৩০ পয়েন্ট বা সোয়া ১ শতাংশ বেড়েছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এ দুই সূচক চালু হয়েছিল।

ডিএসইর অপর সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস গতকাল এক দিনে ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৯ পয়েন্টে। ২০১৪ সালের ২০ জানুয়ারি ডিএসইএস সূচকটি চালু হয়েছিল।

পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী শাহাদাত হোসেন বাণিজ্য প্রতিদিনকে জানান, তিনি তার বন্ধুদের সাথে কথা বলে পুঁজিবাজারে সক্রিয় হয়েছেন। তবে এটা তার মূল পেশা না। তিনি ব্যাংকের সুদ গ্রহণ করতে চান না বলে, নিজের প্রয়োজনের উদ্বৃত্ত টাকা বাজারে বিনিয়োগ করেছেন।

পুঁজিবাজারে নতুন আরেকজন বিনিয়োগকারী মুনির হাসান খান বাণিজ্য প্রতিদিনকে জানান, তিনি দীর্ঘদিন ধরেই বাজারে আসতে চেয়েছিলেন। এখন বাজার ভালো তাই তিনি বিনিয়োগ করেছেন। তিনি বলেন, তার বিনিয়োগ অল্প হলেও এখানে সুদের কোনও বিষয় নেই বলে তিনি বাজারে টিকে থাকতে চান। তিনি বলেন, বাজার স্থিতিশীল থাকলে ব্যংকিং সুদ প্রথায় না গিয়ে অনেকেই বাজারে বিনিয়োগে আগ্রহী হবেন।

তবে এসব ভালো খবরের মধ্যেও গতকাল বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে। তাতে পুঁজিবাজারসহ অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ তদারকির জন্য এবার দৈনিক ভিত্তিতে ব্যাংকগুলোর মুদ্রাবাজারের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। নিজস্ব ও সাবসিডিয়ারিসহ দৈনিক কোথায় কী পরিমাণ বিনিয়োগ হচ্ছে তা জানাতে হবে। প্রতিদিনের তথ্য বিকেল ৫টার মধ্যে পাঠাতে হবে।

গতকাল বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীকে চিঠি দিয়ে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোর কাছে থাকা উদ্বৃত্ত তারল্য যেন পুঁজিবাজারসহ অনুৎপাদনশীল খাতে চলে না যায় সেজন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, করোনা সংক্রমণের প্রভাব মোকাবেলায় সরকারি প্রণোদনার আওতায় কম সুদের ঋণের একটি অংশ পুঁজিবাজার, জমি, ফ্ল্যাট কেনাসহ অনুৎপাদনশীল খাতে চলে যাওয়ার তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে গত ২৫ জুলাই সব ব্যাংকে চিঠি দিয়ে সতর্ক করা হয়। এছাড়া প্রণোদনার আওতায় ঋণের ব্যবহারসহ বিভিন্ন তথ্য চেয়ে পরবর্তীতে আরও একটি চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঋণের সঠিক ব্যবহার যাচাইয়ের জন্য মাঠ পর্যায়ে পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ দৈনিক ভিত্তিতে মুদ্রাবাজারে লেনদেন ও বিনিয়োগের তথ্য নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মুদ্রাবাজারে দৈনিক লেনদেনের তথ্য সংযুক্ত ছক অনুযায়ী পাঠাতে হবে। দৈনিক ভিত্তিতে বিকেল ৫টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগে এ তথ্য দিতে হবে। এক্ষেত্রে প্রতিদিনের নিজস্ব বিনিয়োগের তথ্য পাঠাতে হবে। যেখানে নতুন বিনিয়োগ, মোট বিক্রয়মূল্য (সেল ভ্যালু) ও নেট এক্সপোজার পাঠাতে হবে। প্রতিদিনের মার্জিন ঋণের পরিমাণ, স্থিতি ও সমন্বয় জানাতে হবে। এছাড়া নিজস্ব ও সাবসিডিয়ারিতে প্রতিদিনের ঋণসীমা, তহবিল ছাড়, তহবিল সমন্বয় এবং নেট এক্সপোজারের তথ্য দিতে হবে।

বিভিন্ন কারণে ব্যাংকগুলোর হাতে প্রচুর উদ্বৃত্ত তারল্য থাকলেও আশানুরুপ ঋণ না বৃদ্ধির কারণে প্রচুর উদ্বৃত্ত তারল্য জমা হয়েছে। গত জুন শেষে ব্যাংকগুলোর অলস তারল্য দাঁড়িয়েছে ৬২ হাজার ৫০০ কোটি টাকা। আর ২ লাখ ৩১ হাজার কোটি টাকার উদ্বৃত্ত তারল্য রয়েছে।

তবে এ নির্দেশনায় কোনও ক্ষতি হবে না বলে মনে করেন, পুঁজিবাজার বিশেষজ্ঞ মাহবুব এইচ মজুমদার এফসিএমএ। তিনি বাণিজ্য প্রতিদিনকে টেলিফোনে বলেন, পুঁজিবাজার এখন অনেকটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। তাই এসব নির্দেশনা বাজারে প্রভাব ফেলবে না। তবে এসব নির্দেশনার কারণে সংশ্লিষ্ট লোকজনের ব্যস্ততা বাড়বে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) সভাপতি মো: ছায়েদুর রহমান টেলিফোনে বাণিজ্য প্রতিদিনকে বলেন, বাংলাদেশ ব্যাংক যেসব তথ্য জানতে চেয়েছেন তা মূলত; তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানের সরাসরি সংশ্লিষ্টতা নেই। অনেকেই না বুঝে বিষয়টির ভুল ব্যাখ্যা করছেন। সার্কুলার এবং সংশ্লিষ্ট ছক দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। সার্কুলারের উদ্দেশ্য ব্যাংকের আর্থিক প্রবাহের বিষয়টি জানতে চাওয়া বলে আমার মনে হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বিষয়ে জনাতে চাইলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম টেলিফোনে বাণিজ্য প্রতিদিনকে বলেন, পুঁজিবাজারকে স্থিতিশীল করতে এবং আরও এগিয়ে নিতে আমরা দিন-রাত কাজ করছি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এধরনের নির্দেশনা বিনিয়োগকারীদের নিকট ভুল বার্তা হিসেবে যেতে পারে।

শেয়ার