Top

ময়মনসিংহ মেডিকেলে একদিনে আরও ১৬ মৃত্যু

১৩ আগস্ট, ২০২১ ১০:১৯ পূর্বাহ্ণ
ময়মনসিংহ মেডিকেলে একদিনে আরও ১৬ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভি ছিলেন ছয়জন। বাকি ১০ জন উপসর্গ নিয়ে মারা যান। শুক্রবার (১৩ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৩ জন, নেত্রকোনা, গাজীপুরের ও পাবনার একজন করে রয়েছেন। করোনা পজিটিভ অবস্থায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সুখরঞ্জন (৬৫), আব্দুল সালাম (৭৫), মুক্তাগাছা উপজেলার মমতা বেগম (৪৫), ফুলবাড়ীয়া উপজেলার হাসিনা বেগম (৬০), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আয়েশা (৬৫) এবং পাবনা সদরের অন্তিমা সরকার (৬৫)। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার হলেন- ময়মনসিংহ সদরের হাসিনা খাতুন (৬৫), মফিজুল ইসলাম (৬০), তারাকান্দার ইস্রাফিল (৫৫), গফরগাঁওয়ের রানুজা আক্তার (৫০), সোহরাব (৮০), ফুলবাড়ীয়ার আজিজুল হক (৯০), ধোবাউড়ার মমেনা (৪০), গৌরীপুরের হযরত আলী (৫৪), ভালুকার শাহনাজ জামান (৪৫) এবং গাজীপুর শ্রীপুরের রোকসানা (৫৫)।

হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ভর্তি রোগী সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯৬ জন। এছাড়া আইসিউতে ২২ জন চিকিৎসাধীন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন।

শেয়ার