Top

শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

২৯ নভেম্বর, ২০২০ ৪:৪২ অপরাহ্ণ
শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৫৩৯ বারে ৬ লাখ ৩৭ হাজার ১৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৭ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৯১৭ বারে ১৫ লাখ ২৩ হাজার ৭৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৮৮ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৬৬ বারে ২০ লাখ ৯৬ হাজার ১৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৯০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জনতা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৭ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৮ শতাংশ,  প্রাইম ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৭ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৪৩ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৮ দশমিক ০৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৫৮শতাংশ,  ও বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার