Top

নোয়াখালীতে কমেছে সংক্রমণ, আরও ৪ জনের মৃত্যু

১৩ আগস্ট, ২০২১ ২:৪৪ অপরাহ্ণ
নোয়াখালীতে কমেছে সংক্রমণ, আরও ৪ জনের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সেনবাগে ২, বেগমগঞ্জে ১ ও শহীদ ভুলু স্টেডিয়ামের করোনা ডেডিকেটেড হসপাতালে মারা গেছেন ১জন রোগি। এদিকে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬৮জন। নতুন সংক্রমণের হার শতকরা ২৬দশমিক ৫৮ভাগ। গত কয়েক মাসের তুলনায় জেলায় সংক্রমণ কিছুটা কমেছে।

শুক্রবার দুপুরে করোনায় শনাক্ত ও মৃত্যুর তথ্যগুলো নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ ।

কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ বলেন, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোভিড হাসপাতালে আরও একজন রোগি মারা গেছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ৭জন নারী ও ৪জন পুরুষ রোগি ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন আছেন ৭৭জন। আংশকাজনক ১৩জন রোগিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত ২৪ঘন্টায় জেলার তিনটি ল্যাবে ৬৩২টি নমুনা পরীক্ষা করে ৪৬৪জনের ফলাফল নেগেটিভ ও ১৬৮জনের রিপোর্ট পজিটিভ এসেছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮হাজার ৫৬৫জন, যার মধ্যে সুস্থ্য হয়েছেন ১৩হাজার ৬৪৮জন এবং মারা গেছেন ২১২জন। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি সদর উপজেলায় ৪৯, সেনবাগ ও কোম্পানীগঞ্জে ২৫জন করে। আইসোলেশনে রয়েছেন ৪হাজার ৭০৫জন রোগী।

শেয়ার