ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৭১ লাখ ৮৮ হাজার ৬৮৩ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৭৭৯ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকাআইএফআইসি ব্যাংকের ২১ কোটি ১৯ লাখ ১৪ হাজার ৯৪ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩৯ কোটি ৬ লাখ ৯১ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা লংকা বাংলা ফাইন্যান্সের ৫ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার ৪৪০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৯ কোটি ২২ লাখ ৩১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ২৩১ কোটি ৫২ লাখ ৩৯ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১৯২ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১৯১ কোটি ৫১ লাখ ৯৪ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৪৩ কোটি ১৬ লাখ ১৮ হাজার টাকার, এ্যাপোলো ইস্পাতের ১৪১ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১৩৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার ও ইসলামিক ফাইন্যান্সের ১২৯ কোটি ২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস