Top

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে ৩ জনের মৃত্যু

১৫ আগস্ট, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে ৩ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস কোভিড-১৯ এ ২ জন এবং উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২০০ জনে। এর মধ্যে জেলায় করোনায় মারা গেছেন ১৮০ জন এবং জেলার বাইরে ২০ জন। এ সময় নতুন করে ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪৮৮ জনে।

শনিবার (১৪ আগস্ট) নতুন ১৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ৮৬২ জনের। এ দিন ১৭৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৪ হাজার ৮৮১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় নতুন ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪৮৮ জনে। এ সময় সুস্থ হয়েছেন ৮৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৫ হাজার ১৭৭ জন।

বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৬০ জন আর বাড়িতে রয়েছেন ১ হাজার ৫১ জন। নতুন যে ২৬ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ১১ জন, আলমডাঙ্গা উপজেলার চারজন, দামুড়হুদার আটজন এবং জীবননগরের তিনজন রয়েছে।

শেয়ার