Top

মাগুরায় ফুটবল মাঠে সংঘর্ষে ২০ জন আহত

১৯ আগস্ট, ২০২১ ২:৫৭ অপরাহ্ণ
মাগুরায় ফুটবল মাঠে সংঘর্ষে ২০ জন আহত
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার মহম্মদপুরের দীঘা ইউনিয়নের পাল্লা-শীরগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির হোসেন ও এলাকাবাসী জানায়, বুধবার বিকালে বাবুখালী ইউনিয়ন ও দীঘা ইউনিয়নের মধ্যে পাল্লা শীরগ্রাম মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বাবুখালী ইউনিয়ন দীঘা ইউনিয়নকে ৩ গোল দিলে দীঘা ইউনিয়নের খেলোয়াড় পাল্লা গ্রামের মোস্তাকের ছেলে ছামাদ (২৫) তার নিজস্ব খেলোয়াড় ইদ্রিস মোল্লার ছেলে আইয়ুব আলী’র (১৭) উপর ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি মারতে থাকে। এসময় মাঠের বাইরে থাকা সমর্থকেরাও মাঠে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পুলিশ এ ঘটনায় ৫ জনকে আটক করেছে।

আহত ব্যক্তিরা স্থানীয় সাবেক মেম্বার আলম নবী গ্রুপ ও সাবেক মেম্বার আছাদ গ্রুপের সমর্থক বলে জানা গেছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।

শেয়ার