Top

কুড়িগ্রামে এক রাতে একই গ্রামের পাঁচটি বাড়িতে চুরি

১৯ আগস্ট, ২০২১ ৩:৩৪ অপরাহ্ণ
কুড়িগ্রামে এক রাতে একই গ্রামের পাঁচটি বাড়িতে চুরি
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গভীর রাতে একই গ্রামের পাঁচটি বাড়িতে ঘরের সিঁধ কেটে চুরির খবর পাওয়া গেছে।বুধবার গভীর রাতে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর নড়সিনডাংগা গ্রামে চুরির এ ঘটনা ঘটেছে। রায়গঞ্জ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য জরিনা বেগম ঘটনার সত্যতা স্বীকার করেন।

স্থানীয়রা জানান, বুধবার রাতে রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর নড়সিনডাংগা গ্রামের মানুষজন ঘুমিয়ে পড়লে গভীর রাতে চোরেরা ওই গ্রামে প্রবেশ করে। এ সময় চোরেরা রতনপুর নড়সিনডাংগা গ্রামের পাঁচটি বাড়ীতে ঘরের সিঁধ কাটে। এ সময় তারা টাকা মোবাইল কাপড় সহ বিভিন্ন জিনিষ নিয়ে যায়। পরে সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোন না পেয়ে ও ঘরের সিঁধ কেটে চুরির নমুনা দেখতে পান চুরি যাওয়া বাড়ীর লোকজন। এতে চুরি যাওয়া বাড়ী গুলির লোকজন চিৎকার দিলে লোকজনের সমাগম ঘটে। একই রাতে একটি গ্রামের পাঁচটি বাড়ী চুরি যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এরকম চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, এটি সঙ্গবদ্ধ চোর চক্রের কাজ।

এ বিষয়ে নাগেশ্বরী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বলেন, এখন পর্যন্ত ওই গ্রামের একটি বাড়ীতে চুরির খবর পেয়েছি। বাকী গুলির খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার