Top

টাঙ্গাইলে একদিনে করোনায় আক্রান্ত ৯০, মৃত্যু ৪

১৯ আগস্ট, ২০২১ ৩:৪০ অপরাহ্ণ
টাঙ্গাইলে একদিনে করোনায় আক্রান্ত ৯০, মৃত্যু ৪
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন আর উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ১৫ হাজার ৯২৯ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে আর ২৪৭ জন রোগীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৩৭, গোপালপুরে ১২, মধুপুরে ১১, নাগরপুরে ৯, কলিহাতীতে ৫, বাসাইলে ৪, ধনবাড়ীতে ৪, ঘাটাইলে ৩, দেলদুয়ারে ২, মির্জাপুরে ২ ও ভূঞাপুরে ১ জন রয়েছে। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এখন পর্যন্ত ৭২ হাজার ৯০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্তের হার ১৮ দশমিক ৮৬ ভাগ।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় ১৫ হাজার ৯২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৯০ জন। আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত ৬৮ দশমিক ৪২ ভাগ মানুষ সুস্থ হয়েছে। এ মাসে (১৯ আগস্ট) পর্যন্ত ২ হাজার ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শেয়ার