Top

ভাসানচর থেকে পালানোর সময় দালালসহ ১১ রোহিঙ্গা আটক

১৯ আগস্ট, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ
ভাসানচর থেকে পালানোর সময় দালালসহ ১১ রোহিঙ্গা আটক
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৫ দালাল ও ৬ রোহিঙ্গাকে আটক করে থানায় প্রেরন করেছে এপিবিএন পুলিশ। আটককৃত ৫ দালালও রোহিঙ্গা নাগরিক।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী হাতিয়ার ভাসানচরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা দালালরা হলো ২৮ নং ক্লাস্টারের ওমর হাকিমেরে ছেলে জাহিদ হাসান (৩০), ২৪ নং ক্লাস্টারের আলী আহমদের ছেলে তৈয়ব (২৮), ২৪ নং ক্লাস্টারের দ্বীন মোহাম্মদের ছেলে সেলিম (১৯), ২৪ নং ক্লাস্টারের আজিমুল্লার ছেলে ইসমাইল (২২), ৮নং ক্লাস্টারের আবু তালেবের ছেলে শফি আলম (৩০) ।

বাকি ৬ রোহিঙ্গা হচ্ছেন, ৭৫ নং ক্লাস্টারের আব্দুর রহমানের ছেলে সিদ্দিক (৬২), মোহাম্মদ হোসেনের স্ত্রী সামুদা খাতুন (২০), ছেলে সফি উদ্দিন (২মাস) , ২৫ নং ক্লাস্টারের মো: ইউনুছের ছেলে আজিমুল্লাহ (১৮), স্ত্রী আল মারজান (১৭) ও ছেলে ওমর ফারুখ (২মাস)।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আটক রোহিঙ্গাদেরকে থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে এপিবিএন পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার