আবদুল হাকিম: মহামারি করোনাভাইরাস প্রতিরোধে চলতি অর্থবছরের প্রথম দিন থেকে শুরু হয় লকডাউন। কোরবানির ঈদ উপলক্ষে জুলাইয়ের ১৫ তারিখ থেকে এক সপ্তাহের জন্য লকডাউন শিথিল করা হলেও ২৩ তারিখ থেকে আবারও শুরু হয় কঠোর বিধিনিষেধ। এসময় খাদ্য ও চামড়া খাত ছাড়া সব ধরণের কারখানা বন্ধ থাকে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে ভ্যাট আদায়ে। এনবিআরের হিসেবে ৭ হাজার ৬৮০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে কর আদায় হয়েছে মাত্র ৪ হাজার ২৩৪ কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৫ শতাংশ কম। জুলাইয়ে আমদানি শুল্কও কমেছে ৩ শতাংশ তবে আয়কর প্রবৃদ্ধি ১৫ শতাংশের মতো। সব মিলিয়ে জুলাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম প্রায় সোয়া সাত হাজার কোটি টাকা। প্রবৃদ্ধি কমেছে ৬.২৪ শতাংশ।
এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ এ বিষয়ে বাণিজ্য প্রতিদিনকে বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটা অত্যন্ত উচ্চাভিলাসী ছিলো। যা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এছাড়া চলতি অর্থবছরের জুলাই প্রথম মাস হওয়ায় এই আয়-ব্যয় দিয়ে সারা বছরের অবস্থা অনুমান করা সমীচীন হবে না। তাছাড়া জুলাই মাসে বেশি সময় লকডাউন থাকায় ঈদুল আযহার সময় অর্থনীতির উৎসবের মতো একটা সময় ছিলো কিন্তু লকডাউনের কারণে তা যথাযথ ভাবে কাজে লাগানো যায়নি। সুতারাং জুলাই মাসের রেভিনিউ আর্নিংয়ের সাথে লক্ষ্যমাত্রার হিসেব কম বেশি হওয়ার উপরে মন্তব্য করার সময় এখনো আসেনি।
ভ্যাট ফাঁকি মনিটরিং করার বিষয়ে জানতে চাইলে বাণিজ্য প্রতিদিনকে তিনি বলেন, এনবিআর এই বিষয়টি গুরুত্ব দিচ্ছে এবং যথাযথ ভাবে মনিটরিং করছে বলে মনে করি। এনবিআর সাধারণ সময় যেহেতু বিভিন্ন বিষয় দেখতে পারতো না লোকবল কম বা অন্যান্য সমস্যার কারণে কিন্তু এখন যেহেতু লকডাউনের কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে তাই রেভিনিউ আর্নিংয়ের কাজ তেমন নাই। এই সময় কর ফাঁকির বিষয়গুলো যাচাই করা উচিত তাহলে কর ফাঁকির বিষয়গুলো বের হয়ে আসবে। এবং ভবিষ্যতে রেভিনিউ আর্নিং আরো বাড়বে। এছাড়াও অর্থনীতিতে একটা বৈষম্য আছে তাই এই বৈষম্য দূর করতে যাদের সম্পদ বেশি তাদের কঠোরভাবে করের আওতায় এনে বৈষম্য দূর করতে হবে।
আব্দুল মজিদ বলেন, এই করোনাকালীন সময়ে যদি এনবিয়ারের প্রত্যেকটি বিভাগের কাজ অনলাইন ভিত্তিক করতে পারে তাহলে করোনার পরবর্তী সময়েও কর আদায়সহ সকল কাজ সহজ হয়ে যাবে। এবং কর ফাঁকির জায়গাগুলো চিহ্নিত করতে পারলে ভবিষ্যতে লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।