Top

চালু হচ্ছে না বাংলাবান্ধা স্থলবন্দর

০৮ জুন, ২০২০ ৫:৩৪ অপরাহ্ণ
চালু হচ্ছে না বাংলাবান্ধা স্থলবন্দর

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরটি আপাতত চালু হচ্ছে না।

সোমবার (৮ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা ফজলুর রহমান, আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, স্থল বন্দরের ব্যবস্থাপক কাজী আল তারিকসহ বন্দর সংশ্লিষ্টরা।

করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে সব ধরনের প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে এই স্থল বন্দর দিয়ে।

বন্দর চালুর বিষয়ে আমদানি-রপ্তানিকারক অ‌্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা স্বাক্ষরিত আবেদনে তাৎক্ষণিক এই বৈঠক হয়।

বৈঠকে বাবলা জানান, করোনা পরিস্থিতির মধ্যেও দেশের বিভিন্ন সীমান্তে স্থল বন্দর চালু করা হচ্ছে। রাজস্ব আদায় এবং দেশের অর্থনীতির স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে এই বন্দরটিও চালু করা প্রয়োজন। এখানকার শ্রমিকরাও দীর্ঘদিন থেকে কর্মহীন হয়ে আছেন।

বাংলাবান্ধা স্থল বন্দরের ব্যবস্থাপক কাজী আল তারিক বলেন, ‘করোনা পরিস্থিতিতে দেশের বাইরের চালকরা গাড়ি নিয়ে বন্দরে ঢুকলে তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কঠিন। এই বন্দর দিয়ে শুধুই পাথর আমদানি করা হয়। এরপরও প্রশাসনের অনুমতি থাকলে বন্দর চালু করা হবে।’

সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, ‘আমাদের আরও কিছুদিন অপেক্ষা করা উচিত। ভয়াবহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আবারও সচল হয়ে উঠবে বাংলাবান্ধা স্থল বন্দর।’

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ‘সবার মতামত এবং দেশের অর্থনীতিসহ সার্বিক দিক বিবেচনা করে বন্দর চালু করা হবে। আগে সেখানকার স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি পর্যবক্ষেণ করা হবে। করোনা ঝুঁকি বিবেচনায় আপাতত বন্দরটি বন্ধ থাকছে। তবে শিগগিরই আবারও বৈঠকের মাধ্যমে চালুর বিষয়ে আলোচনা করা হবে।’

শেয়ার