Top

রুহিয়া রেলওয়ে স্টেশনের পরিত্যাক্ত গোডাউন হতে মালামাল চুরি

২৪ আগস্ট, ২০২১ ২:২৯ অপরাহ্ণ
রুহিয়া রেলওয়ে স্টেশনের পরিত্যাক্ত গোডাউন হতে মালামাল চুরি
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার রুহিয়া রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত গোডাউন হতে রেলওয়ের সিগনাল সরঞ্জামাদি চুরি হয়ে গেছে।

ঠাকুরগাঁও রোড রেল স্টেশন মাস্টার আখতারুজ্জামান জানান, রেলওেয়ের সিগনাল সেকশনের পরিত্যাক্ত কিছু মালামালসহ ৮টি লোহার গাডার রুহিয়া রেল স্টেশনের দক্ষিণ পাশে পরিত্যাক্ত একটি গোডাউন (লাল ঘর) ঘরে রক্ষিত ছিল। কিন্তু এগুল চুরি হয়ে গেছে।

এ বিষয়ে রেলওয়ের সিগনাল সেকশনের এম এস হাসেম জানান, রুহিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে পরিত্যাক্ত গোডাউন ঘরে রেলওেয়ের সিগনাল সেকশনের কিছু মালামাল ছিল। অন্যান্য মালামাল থাকলেও ৮টি গাডার পাওয়া যাচ্ছেনা। এছাড়া এই সব মালামাল স্টেশন মাস্টারের দায়িত্বে এবং তালার চাবিও উনার কাছে ছিল। চুরি যাওয়া ৮টি লোহার গাডারের মুল্য কত হতে পারে তিনি তা বলতে পারেননি।

চুরির বিষয়ে রুহিয়া রেলওয়ে স্টেশন মাস্টার নিরঞ্জন রায় জানান, গত ১৯ আগস্ট দায়িত্ব নেয়ার পর আমার কুলির সরদার চান মিয়া আমাকে জানায় যে, আপনার পাশের গোডাউনের তালা ভাংগা। আমি গিয়ে দেখি তালা ভাংগা। বিষয়টি আমি উর্ধতন কতৃপক্ষকে জানাই এবং জানতে পারি যে, সেখানে সিগনাল সেকশনের কিছু মালামাল পরিত্যাক্ত অবস্থায় ছিল। পরবর্তীতে তাদের লোক এসে মালামাল নিয়ে যায়।

তবে কুলির সরদার চান মিয়া এ ব্যপারে কোন কথা বলতে নারাজ।

শেয়ার