Top
সর্বশেষ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ক্রিসেল এর মধ্যে চুক্তি সই

২৪ আগস্ট, ২০২১ ৭:২৩ অপরাহ্ণ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ক্রিসেল এর মধ্যে চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক :

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসেল) এর মধ্যে ব্যাংকের ক্রেডিট রেটিং এর জন্য আজ (বুধবার) এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং ক্রিসেল এর পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী মোজাফ্ফর হোসেন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন ক্রিসেল এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান খান, চিফ ক্রেডিট রেটিং অফিসার মো. আশিফুল হক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন, চিফ টেকনোলজি অফিসার মো. রফিকুল ইসলাম এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. আনিসুর রহমান এফসিএ।

শেয়ার