Top

ঠাকুরগাঁওয়ে রাস্তায় ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

২৫ আগস্ট, ২০২১ ৩:০৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে রাস্তায় ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পটুয়া-ভগদগাজী কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে স্থানীয় এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) ওই রাস্তার পাইকপাড়া গ্রামে শতাধিক মানুষ একত্রিত হয়ে রাস্তার কাঁদা স্থান গুলোতে ধানের চারা লাগায়। গত ২০১৮ সালে এই রাস্তায় স্থানীয় শিক্ষার্থীরা ধানের চারা লাগালে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। কাঁচা রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় বর্ষা মৌসুমে শিশু, বৃদ্ধ ও নারীদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় প্রতিদিন পথচারীরা যানবাহন নিয়ে রাস্তার গর্তে পড়ে আহত হচ্ছেন ।

স্থানীয়রা জানান, জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে এটি একটি কাঁচা রাস্তা। জেলার উত্তরের শেষ রুহিয়া হয়ে দক্ষিণে রাণীশংকৈল উপজেলার একমাত্র সোজা রাস্তাটি মাঝখানে প্রায় ৫ কিলোমিটার (পটুয়া-ভগদগাজী) কাঁচা। এর মধ্যে পাইকপাড়ার ২ কিলোমিটার কাঁচা রাস্তার অবস্থা খুবই খারাপ। কাঁচা রাস্তাটি পাঁকা করার জন্য স্থানীয় সরকারের প্রকৌশল অধিদপ্তর একাধিকবার মাপযোগ করলেও আজও পাঁকা হয়নি । এমনকি কাঁচা রাস্তাটি মেরামতের ব্যবস্থা হচ্ছেনা দীর্ঘদিন থেকে। পাইকপাড়ার রাস্তাটি কাঁচা। কিন্তু জেলা সদরে প্রবেশে সহজ হওয়ায় সদরের পাইকপাড়া, গোয়াপাড়া, বালাপাড়া জামালপুরের জামালপুর, বড় দিঘী, ফুটকিবাড়ী, বিশ্বাসপুর, ভগদগাজী, পীরগঞ্জ উপজেলার জনগাঁও, চাপাপাড়া, রাণীশংকৈল উপজেলার কাতিহার, বাংলাগড়, ফতেপুর, রাতোরসহ হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা এটি।

সদর উপজেলার পাইকপাড়া জামে মসজিদের ইমাম মাসেদুর রহমান বলেন, রাস্তাটি চলাচলের উপযোগী নয়। রাস্তায় কাঁদার পরিমাণ এতবেশি যে অনেক মুসল্লি মসজিদে আসতে পারে না, শিশুরা মাদ্রসায় আসে না।

ওই গ্রামের বৃদ্ধ খাতিবর রহমান বলেন, বাড়ির বাহিরে রাস্তায় গেলে ভয়ে চলাফেরা করি কখন যে পা পিছলে পড়ি। রাস্তাটি পাঁকা করার জন্য অনেকবার মাপযোগ হয়েছে কিন্তু পাঁকা হয়নি। রাস্তায় যেহেতু চলাচল করা যায় না সে কারণে ধানের চারা লাগিয়েছি। দেখি যদি দয়া হয় সরকারের।

পাইকপাড়ার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুণ অর রশিদ বলেন, রাস্তায় কাঁদার কারণে জীবণের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয়। অনেকে মোটরসাইকেল নিয়ে কাঁদায় পড়ে আহত হচ্ছেন। রাস্তাটি পাঁকা করা খুবই জরুরি।

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলী ঈসমাইল হোসেন বলেন, পটুয়া-ভগদগাজীর রাস্তাটি মেগা প্রজেক্টে আছে। প্রজেক্ট পাশ হলে কাজ শুরু হবে। আপাতত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে।

শেয়ার