Top

ব্যাংকগুলোকে অনাবাসী ব্যবসায়ীদের ভ্যাটের হিসাব দিতে হবে ৭ দিনে

২৫ আগস্ট, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ
ব্যাংকগুলোকে অনাবাসী ব্যবসায়ীদের ভ্যাটের হিসাব দিতে হবে ৭ দিনে
নিজস্ব প্রতিবেদক :

বৈশ্বিকায়নের প্রভাবে বিদেশি সংস্থা ও ব্যক্তিগণ নিজ দেশে অবস্থান করেও ব্যবসা পরিচালনা করছে বাংলাদেশে। রেমিট্যান্স হিসেবে তারা নিজ দেশে যে অর্থ প্রেরণ করে থাকে তার উপর ভ্যাট আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ব্যাংকগুলোকে ভ্যাটের হিসাব রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্টদের কাছে প্রতি মাসের শেষে ৭ দিনের মধ্যে প্রেরণ করার পরার্মশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল মুদ্রানীতি বিভাগের এক নির্দেশনায় বলা হয়, ফেইসবুক, গুগল, অ্যামাজন এবং এ ধরনের অনিবাসী ব্যক্তি কর্তৃক প্রদত্ত সেবার বিপরীতে সাধারণ প্রাধিকারের আওতায় কিংবা বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতি সাপেক্ষে বিদেশে প্রেরিত রেমিট্যান্সের উপর উৎস কর্তিক মূসকের হিসাব বিবরণী ( পরিশিষ্টি-ক) অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে পরবর্তী মাসের ৭ দিনের মধ্যে সদস্য (মূসক নীতি), জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট মূসক এজেন্ট বরাবর প্রেরণ করার জন্য আপনাদের পরামর্শ দেয়া যাচ্ছে।

তার আগে গত ২৪ জুন নিজ দেশে অবস্থান করে বাংলাদেশে পরিচালিত ব্যবসার উপর ভ্যাট কর্তনে সিদ্ধান্ত নেয় রাজস্ব বোর্ড। ব্যাংকগুলো হতে ভ্যাটের হিসাবের বিবরণী পেতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কথা জানায় সিদ্ধান্তের নীতিমালায়।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই পরার্মশ দিয়েছে।

শেয়ার