Top
সর্বশেষ

‘গোল্ডেন ফুট’ অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

০২ ডিসেম্বর, ২০২০ ৩:৪৭ অপরাহ্ণ
‘গোল্ডেন ফুট’ অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

১৮তম গোল্ডেন ফুট অ্যাওয়ার্ডের জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধববার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে নামার আগে এই সুখবর পেলেন তিনি।

প্রতিবছর সেরা ১০ জন ফুটবলারের তালিকা থেকে একজনকে বাছাই করে বিশ্বের নানা প্রান্তে থাকা ফুটবল প্রেমীরা। জুভেন্টাস মহাতারকার সঙ্গে তালিকায় ছিলেন বার্সেলোনার মেসি, বায়ার্ন মিউনিখের লেওয়ানডস্কি, লিভারপুলের সালাহ। এছাড়া পিএসজির নেইমার, রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস, ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো, বার্সার জেরার্ড পিকে, ইন্টার মিলানের আর্তুরো ভিদাল ও জুভেন্টাসের জিওর্জিও চিলিনি। এদের সবাইকে পেছনে ফেলে ১৮তম গোল্ডেন ফুট অ্যাওয়ার্ডের জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে সিরি আ’তে পাঁচ ম্যাচে মাঠে নেমে তুলেছেন আট গোল। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে দুটি ম্যাচ খেলে করেছেন একটি গোল।

এদিকে প্রথমবারের মতো দেয়া গোল্ডেন ফুট প্রেস্টিজ অ্যাওয়ার্ডও জিতে নিয়েছেন জুভেন্টাসের প্রেসিডেন্ট আন্দ্রিয়া অ্যাগনেলি।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার