Top
সর্বশেষ

জুলাইতে ১১.৪১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের

২৮ আগস্ট, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ
জুলাইতে ১১.৪১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের

কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম গত জুলাই মাসে ১১.৪১% প্রবৃদ্ধি অর্জন করেছে। করোনার বিপর্যস্ত পরিস্থিতি মোকাবেলা করে জুলাই মাসের এই প্রবৃদ্ধিকে ২০২১-২২ অর্থবছরের শুরুতে ‘শুভ সূচনা’ হিসেবে অভিহিত করেছে ভ্যাট বিভাগ।

২০২১-২২ অর্থবছরের প্রতিটি কর মেয়াদে বিভিন্ন ক্যাটাগরিতে পারফর্ম্যান্সের ভিত্তিতে ‘অফিসার অব দ্য মান্থ’ ঘোষণার সিদ্ধান্ত নেয় ভ্যাট কমিশনারেট। এই ধারাবাহিকতায় জুলাই মাসে ৩ জন কর্মকর্তাকে এই পুরস্কার প্রদান করা হয়।

শুক্রবার (২৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ভ্যাট কমিশনারেট। এতে উল্লেখ করা হয়, গত ২০২০-২১ অর্থবছরের জুলাইতে ভ্যাট রাজস্ব আদায় হয়েছিলো ৫৮৭ দশমিক ৬৯ কোটি টাকা। চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায় হয় ৬৫৪ দশমিক ৭৫ কোটি টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের আওতাধীন ৫ জেলায় ৮টি বিভাগ ও ২৪ সার্কেলের সবাই উদ্যমী হয়ে কাজ করেছে। তাদের এ মেধা ও কর্মস্পৃহাকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রতি মাসে বেস্ট ডিভিশনাল অফিসার, বেস্ট সার্কেল অফিসার, বেস্ট সেক্টর অফিসার নির্বাচিত করা হবে।

এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় চলতি অর্থবছরের জুলাই করমেয়াদে বেস্ট ডিভিশনাল অফিসার হিসেবে চট্টগ্রাম বিভাগের উপকমিশনার সাইদ আহমেদ রুবেল, বাকলিয়া সার্কেলের রাজস্ব কর্মকর্তা অসিত কুমার আচার্যকে বেস্ট সার্কেল অফিসার এবং ফৌজদারহাট সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ চাঁন মিয়াকে বেস্ট সেক্টর অফিসার নির্বাচিত হন। গত ২৬ আগস্ট (বৃহষ্পতিবার) ভ্যাট কমিশনার আকবর হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ‘অফিসার অব দ্য মান্থ’দের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

এ সময় আকবর হোসেন বলেন, “বিজয়ীরা তাদের নিজ নিজ যোগ্যতা, মেধা, মনন ও উদ্যম দিয়ে রাজস্ব আদায়ের মাধ্যমে রাজস্ব প্রবৃদ্ধিতে অবদান রেখেছেন”। পাশাপাশি তাদের সফলতার গল্প অনুসরণ করে বাকিরাও যেন অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে- সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শেয়ার