Top

স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ

০৩ সেপ্টেম্বর, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ
কুমিল্লা প্রতিনিধি :

অনলাইন উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া এগ্রো এন্ড নার্সারির বর্ষপূর্তিতে অল্প আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় ও রাণীর বাজার সড়কের বিভিন্ন মসজিদের সামনে দুপুরের খাবার বিতরণ করা হয়। রিকসা চালকা, পাদুকা শ্রমিক, ভিক্ষুক, ভবঘুরে, ভ্রাম্যমাণ বিক্রেতাসহ বিভিন্ন পেশার প্রায় অর্ধশত মানুষদের খাবার দেন। তরুণরা।

এ সময় উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা মাইনাস খাঁটি পণ্য প্রতিষ্ঠানের এমদাদুল হক মাইনাস।

ভিক্টোরিয়া এগ্রো এন্ড নার্সারির পরিচালক মো. মাঈন উদ্দীন পাবেল। সি ফুড অনলাইন বিক্রেতা ফাহাদ। ফেসবুক ভিত্তিক বিক্রেতা প্রতিষ্ঠান স্বপ্ন নীড়ের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান ফারাবি।

এ সময় এমদাদুল হক মাইনাস বলেন, অনলাইন উদ্যোক্তাদের পুঁজি হলো মানুষের বিশ্বাস। আমরা অল্প টাকায় ভালো পণ্যটি মানুষের ঘরে পৌঁছে দিচ্ছি। সে আস্থা থেকে মানুষ আবারও আমাদের স্মরণ করেন। কুমিল্লায় বড় একটি অনলাইন বাজার তৈরি হয়েছে। যা আগামী দিনের ক্রেতা বিক্রেতাদের বন্ধন। ভিক্টোরিয়া এগ্রো এন্ড নার্সারিতে ৮০ জাতের দেশী বিদেশী ফল ও ফুল গাছ রয়েছে।

শেয়ার