Top

দিনাজপুরে আগাম শীতকালীন সবজি বাজারে দাম চড়া

০৪ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩৪ অপরাহ্ণ
দিনাজপুরে আগাম শীতকালীন সবজি বাজারে দাম চড়া
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বড় কাচাঁবাজার বাহাদুর বাজারে শীতের আগাম সবজি আসতে শুরু করেছে । বাজারে নতুন সবজির আগমন হলেও দিনে দিনে বেড়েছে সবজির দাম। গত দুই সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজি প্রতি সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা।
পাইকারি সবজি বিক্রেতারা বলছেন, শীতের সবজি গত সপ্তাহ থেকে বাজারে আসতে শুরু করেছে । শীতের সবজির চাহিদা বেশি থাকায় আর আমদানি কম হওয়ায় দাম বেড়েছে।
শনিবার(৪ সেপ্টেম্বর)দিনাজপুরের বাহাদুর পাইকারি বাজার ঘুরে দেখা যায়, শিম, ফুলকপি,মূলা,টমটেো,গাজর নিয়ে এসেছেন সবজি বিক্রেতারা । গত সপ্তাহ থেকে বাজারে শিম দেখা গেলেও দাম প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকা। আর ফুল কপি বিক্রি হচ্ছে প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা। মূলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায়। গাজর প্রতি কেজি ৮০ টাকা।
অন্যান্য সবজি, করলা প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা, বেগুন গোল সাদা ৩৫ টাকা ও লাল লম্বা ২৫ থেকে ৩০ টাকা, পেপে ৮০ টাকা, কচু ১৩ টাকা, কাঁকরোল ২৫, ঢেড়শ ২৮ টাকা, পটোল ৩০ টাকা, চাল কুমড়া ১৮ টাকা, মিষ্টি কুমড়া ১৫ টাকা, লাউ ১৫ থেকে ২০ টাকা, বরবটি ৩০ টাকা, চিচিঙ্গা ২৫

শেয়ার