সম্প্রতি সংক্রমণ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আগামী মঙ্গলবার থেকে খুলে দেওয়া হচ্ছে ঢাকার মিরপুরে অবস্থিত ‘টাকা জাদুঘর’। মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে জাদুঘরটি। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করতে পারবেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছর করোনাভাইরাসের প্রকোপ বাড়লে গত এপ্রিলে টাকা জাদুঘরের প্রদর্শনী বন্ধ করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রদর্শনী দর্শনার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো, রজব আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক টাকা জাদুঘরের গ্যালারি দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শনিবার থেকে বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা এবং শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টাকা জাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সাপ্তাহিক বন্ধ থাকবে বৃহস্পতিবার।